উড়ন্ত অবস্থায় আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা গেছিল। এর জেরে কেরলের কোঝিকোড়ের বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পরে কান্নুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হল দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান। বিমান সংস্থা সূত্রে জানা গেছে, কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান। আকাশে ওড়ার ১৫ মিনিটের মধ্যেই পাইলটরা বুঝতে পারেন বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে ১১ নাগাদ বিমানটিকে কান্নুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়ে।