ভোররাতে পঞ্চান্ন গ্রামের দুর্ঘটনা। তিলজলা থানার অন্তর্গত ই.এম.বাইপাসে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথের ধারে দোকানে গিয়ে ধাক্কা মারে।প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ডাম্পারটি ৷ গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এরপর ধাক্কা মারে একটি টাইলস-মার্বেলের দোকানে। এই ঘটনায় ডাম্পারে খালাসি আহত হয়েছেন। তার মাথায় গুরুতর চোট লেগেছে বলে খবর। চালক পলাতক।