দুর্গাপুরের বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় পুলিশের জালে আরও এক। রবিবারই এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করানো হয়েছিল। একই সঙ্গে কলেজ লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে বাকি দুই অভিযুক্তের খোঁজ করছিল পুলিশ। জানা গিয়েছে, ধৃত চতুর্থ জনও স্থানীয় বাসিন্দা। সব মিলিয়ে মূল পাঁচ অভিযুক্তের মধ্যে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক জনের খোঁজে তল্লাশি চলছে। এ ছাড়াও নির্যাতিতা তরুণীর সহপাঠীর ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক বলে পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় তার ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৯টা নাগাদ এক সহপাঠী যুবকের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন ওই ডাক্তারি পড়ুয়া ওই তরুণী। অভিযোগ সেই সময়েই স্থানীয় কয়েকজন যুবক তাঁকে টেনে হিঁচড়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় এবং নির্যাতন করা হয়। ওই তরুণী ওডিশার বাসিন্দা। খবর পেয়ে দুর্গাপুরে পৌঁছে পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণীর পরিবারের সদস্যরা। এর ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।


