জেলা

চা বাগান থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার

চা বাগান থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়ির শচীন্দ্র চন্দ্র চা বাগানে । জানা গিয়েছে, দুর্গাপুজোর পর রবিবার সকালে ওই চা বাগানের ৫ নম্বর সেকশনে পাতা তুলতে গিয়েছিলেন শ্রমিকরা। পাতা তোলার সময় দুর্গন্ধ পেতেই সন্দেহ হয় তাঁদের। এরপরই দেখতে পান চা গাছের মাঝে পড়ে রয়েছে একটি চিতাবাঘের দেহ। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। এরপরই বিষয়টি চা বাগানের ম্যানেজারকে জানান তাঁরা। বাগান কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বন দপ্তরকে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এদিন খবর ছড়াতেই চিতাবাঘটিকে দেখতে ভিড় জমান অনেকে। স্থানীয়রা জানান, চা বাগানে বেশ কয়েকটি চিতাবাঘ রয়েছে। মাঝে মধ্যেই শ্রমিকরা চা বাগানের রাস্তায় চিতাবাঘ দেখতে পান। শ্রমিকদের দাবি, বন দপ্তর চিতাবাঘগুলি ধরার ব্যবস্থা করুক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বনকর্মীরা চিতাবাঘটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের পর চিতাবাঘটির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছে বন দপ্তর।