ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান । রবিবার স্থানীয় সময় মধ্যরাত ১২ টা ৫১ মিনিট নাগাদ হঠাত্ই কেঁপে ওঠে জাপানের সাউথওয়েস্টার্ন অংশ । কম্পনমাত্রা ৬.৩ । জানা গিয়েছে, জাপানের আমামি দ্বীপপুঞ্জে আঘাত করে এই শক্তিশালী ভূমিকম্প । তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি ।