দেশ

কংগ্রেসের ইস্তাহারে দেশ ভাগের চক্রান্ত, কটাক্ষ অরুণ জেটলির

কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে অবাস্তব এবং ভয়ঙ্কর বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি সরাসরি অভিযোগ করেছেন এই ইস্তেহারে দেশ ভাগের চক্রান্ত স্পষ্ট। তিনি অভিযোগ করেছেন কংগ্রেস তাঁদের ইস্তেহারে মাওবাদী এবং জিহাদিদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যার অর্থ অত্যন্ত ভয়ঙ্কর। কংগ্রেস ক্ষমতায় এলে দেশদ্রোহ অপরাধ বলে বিবেচিত হবে না। যার পরিণতি হবে ভয়ঙ্কর। এককথায় দেশ ভাগের চক্রান্ত করে ফেলে কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন জেটলি।
তিনি আরও বলেন, কংগ্রেসের ইস্তাহার অনুসারে এবার থেকে সন্ত্রাসবাদে যুক্ত হওয়া আর অপরাধ হিসেবে গণ্য হবে না। যে দল একথা বলে তারা একটাও ভোট পাওয়ার যোগ্য নয়। ফাইল চিত্র।