দেশ

মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সিএস কারনান

এবারের লোকসভা ভোটে বারাণসীতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সিএস কারনান। খুব তাড়াতাড়ি মনোনয়ন জমা দেবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। কলকাতা হাইকোর্টে কর্মরত অবস্থায় বিচারপতি সিএস কারনানের সঙ্গে সুপ্রিম কোর্টের বিবাদ চরমে পৌছায়। দেশে ২০ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ আনেন কারনান। দেশের বিচারপতি ও সরকারের কাজের সমালোচনা করে আপত্তিকর ভাষায় চিঠিও লিখেছিলেন মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতিকে। এমনকী, বিভিন্ন মামলায় বিচারপতি সিএস কারনানের রায়ে দেশের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে যায়। ২০১৭ সালে কর্মরত অবস্থায় বিচারপতি কারনানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুপ্রিম কোর্টের তত্‍কালীন প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন সাত সদস্যের ডিভিশন বেঞ্চ। এরপরই কলকাতায় নিজের বাড়িতে আদালত বসিয়ে খোদ সুপ্রিম কোর্টের তত্‍কালীন প্রধান বিচারপতি-সহ সাত বিচারপতির বিরুদ্ধে সাজা ঘোষণা করেন কারনান। সুপ্রিম কোর্টের তখনকার প্রধান বিচারপতিকে পাঁচ বছরের জেল ও এক লক্ষ টাকার সাজা শুনিয়েছিলেন তিনি! শেষপর্যন্ত কলকাতার হাই কোর্টের বিচারপতি কারনানকে ছ’মা্সের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা নজিরবিহীন ঘটনা।