আমেরিকার ফ্লোরিডায় ১৭ ফিট লম্বা এক অজগরকে ধরেছে বিজ্ঞানীরা । ১৪০ পাউন্ড ওজনের এই অজগরের পেটে ৭৩টি ডিম রয়েছে। এতো বড় অজগর এর আগে কখনো দেখা যায়নি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দেওয়া তথ্য থেকে জানা গেছে, অজগরের পেটে থাকা ডিমগুলো পরিণতি পেতে চলেছে। দক্ষিণ ফ্লোরিডার সবচেয়ে বড় সাইপ্রাস ন্যাশানাল প্রিজার্ভ এলাকা থেকে এই বৃহৎ অজগরকে পাকড়াও করা হয়েছে। নতুন ট্র্যাকিং টেকনোলজির সাহায্যে গর্ভবতী এ অজগরকে ধরে ফেলা সম্ভব হয়েছে। কিন্তু এই গর্ভবতী অজগরের সঙ্গে পুরুষ অজগরেরও থাকার কথা। এখন তাকে খোঁজার কাজ চলছে।