বিদেশ

শ্রীলঙ্কায় আইএস জঙ্গিদের খোঁজে তল্লাশি, সংঘর্ষে মৃত ১৫

গোটা শ্রীলঙ্কায় এখনও প্রচুর আইএস জঙ্গি লুকিয়ে রয়েছে। আর তাদের খোঁজে তল্লাশি চালাতে গিয়েই বারেবারে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে সেনাবাহিনীকে। বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে। এর মধ্যে শুক্রবার গভীর রাতে কালমুনাইয়ের একটি শহরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তিন জঙ্গি। তাতে ওই তিনজন ছাড়াও মারা যান বাড়িটিতে থাকা তিন মহিলা–সহ ছয় শিশু। জানা গেছে, তল্লাশি চালানোর সময় গোপনসূত্রে খবর পেয়ে ওই বাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিস। আচমকাই তাঁদের দিকে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এরপর পুলিসের সহায়তায় এগিয়ে আসে সেনা। গুলি–পাল্টা গুলিতে কেঁপে ওঠে গোটা এলাকা। দু’‌পক্ষের গুলির মাঝে পড়ে প্রাণ হারায় এক সাধারণ নাগরিক। তারপরই বেগতিক বুঝে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এর আগে ওই এলাকায় একটি বাড়িতেও তল্লাশি চালায় সেনা। ওই বাড়িতেই ইস্টার–ডে তে হামলার আগে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির একটি ভিডিও তৈরি করেছিল। এছাড়া সেখান থেকে আইএসের পতাকা এবং পোশাকও উদ্ধার করা হয়েছে। এছাড়াও মিলেছে প্রচুর বিস্ফোরকও।