কলকাতা

কালবৈশাখীর দাপট অব্যাহত

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বুকে আছড়ে পড়ে কালবৈশাখী। মঙ্গলবার সন্ধ্যার পরই দুর্যোগের ঘনঘটা শহর কলকাতা ও শহরতলিতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ৮০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয় এই কালবৈশাখীর জেরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতা পর্যন্ত বৃষ্টি চলে। এদিন সকালেও ঝড়বৃষ্টি হয় উত্তরবঙ্গে। বিকেলে বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আর সন্ধ্যায় কলবৈশাখীর রূপ নিয়ে ঝড়-বৃষ্টি আছড়ে পড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।