দেশ

ED files case against Veena Vijayan : ইডির নজরে কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন কন্যা বীণা, দায়ের আর্থিক তছরুপের মামলা

ইডির নজরে এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীণা। তাঁর বিরুদ্ধে অবৈধ অর্থপ্রাদন মামলায় রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ইডি ফাইল করেছে মামলা। অবৈধ অর্থ প্রদান ঘিরে তছরুপের অভিযোগে বীণা বিজয়ন, তাঁর আইটি সংস্থা ও আরও কয়েক জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এক প্রাইভেট ফার্মের তরফে বীণা এবং তাঁর সংস্থাকে এই অবৈধ অর্থ প্রদান করা হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগ ঘিরেই এবার তদন্তে নামছে ইডি।  ইতিমধ্যেই ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং কেস’ (PMLA) এর আওতায় বীণা বিজয়নের বিরুদ্ধে মামলা রেজিস্টার করেছে ইডি। জানা যাচ্ছে, এই মামলায় জড়িতদের খুব শিগগিরই তলব করতে পারে ইডি। প্রসঙ্গত, কয়েকদিন আগে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর-এক কন্যা কে কবিতাকে আবগারি দুর্নীতি মামলার তদন্তের জেরে হায়দরাবাদ থেকে দিল্লি নিয়ে যায় ইডি। তাঁকে গ্রেফতার করা হয়েছে মামলা ঘিরে অভিযোগের নিরিখে। এরপর, বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যা বীণা বিজয়ন ও তাঁর সংস্থার ওপর নজর রয়েছে ইডির। এর আগে ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন’ অফিসের তরফে বীণা ও তাঁর সংস্থার বিরুদ্ধে অভিযোগ আসে। সেই অভিযোগ ঘিরেই আর্থিক তছরুপ ঘিরে তদন্তে নেমেছে ইডি। বীণা বিজয়নের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তার সূত্রপাত আয়কর বিভাগের এক তদন্ত থেকে। খণিজ সম্পর্কীয় এক সংস্থা CMRL এর থেকে বীণার সংস্থাকে অবৈধভাবে ১.৭২ কোটি টাকা প্রদান করা হয়েছিল। বীণার সংস্থা এক্সালজিক সলিউশন এই টাকা ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে পায়। প্রশ্ন হল, এই টাকা কেন দেওয়া হয়েছিল বীণার সংস্থাকে? আয়কর তদন্তে দেখা গিয়েছে, বীণার সংস্থা এক্সালজিক সলিউশন কোনও রকমের পরিষেবা CMRL-কে দেয়নি। তাহলে, কেন এই টাকা বীণার সংস্থার কাছে গেল? ‘সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন’-র তরফে বীণার সংস্থার বিরুদ্ধে যে মামলা চলছিল, তা রোখার আর্জি জানিয়ে কর্ণাটকের হাইকোর্টর দ্বারস্থ হন বীণারা। তবে তাতে স্বস্তির বার্তা আসেনি পিনারাই বিজয়নের মেয়ের জন্য। সেই আর্জি খারিজ করে দেয় কোর্ট।