দেশ

‘নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি’, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী পরাকলা প্রভাকরের

সম্পর্কে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরাকলা প্রভাকর। লোকসভা ভোটে মুখে নির্বাচনী বন্ডকে ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি’ বলে অ্য়াখ্যা দিলেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর! সঙ্গে আবার হুঁশিয়ারি, ‘এই দুর্নীতির ফল ভোগ করতে হবে মোদি সরকারকে’।  মোদি জমানাতেই চালু হয়েছিল নির্বাচনী। স্টেট ব্য়াংকের মাধ্য়মে এই বন্ড কিনতেন শিল্পপতিরা। কিন্তু যাঁরা কিনতেন, তাঁদের পরিচয় গোপন রাখা হত। কেন? সরব হয়েছিল বিরোধীরা। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। প্রায় ৬ মাস ধরে চলে শুনানি। লোকসভা ভোটের মুখে নির্বাচনী বন্ডকে বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতি সাংবিধানিক বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, ‘নির্বাচন বন্ড অসাংবিধানিক’। শুধু তাই নয়, আদালতে নির্দেশে বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য় নির্বাচন কমিশনকে দিয়েছে স্টেট ব্যাংক। সেই তথ্য প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে।