দেশ

মহারাষ্ট্রে ভোট নির্ঘণ্ট ঘোষণা না করা নিয়ে সাফাই নির্বাচন কমিশনের

শুক্রবার জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে মহারাষ্ট্রে ভোটের নির্ঘণ্ট ঘোষিত হয়নি। যদিও গতবার হরিয়ানার সঙ্গেই ভোট হয়েছিল এই রাজ্যেও। এদিন মহারাষ্ট্রে ভোট ঘোষণা না করার পিছনে একাধিক কারণের কথা জানিয়েছে কমিশন। এর মধ্যে আবহাওয়া, উৎসব থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের জন্য বাড়তি নিরাপত্তা বাহিনীর প্রয়োজন সহ বিভিন্ন যুক্তি দেখিয়েছে তারা। তবে কমিশনের এই বক্তব্যে বিরোধীদের সমালোচনা থামছে না। উদ্ধব-পুত্র আদিত্যর ঠেস, ‘আমার অনুমান, মহারাষ্ট্রে ভোট করানোর জন্য কমিশনকে তাদের বস এখনও অনুমতি দেয়নি।’ হরিয়ানায় ভোট ঘোষণা হলেও মহারাষ্ট্রে কেন হল না? সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রয়োজন। তাই মহারাষ্ট্রে বিধানসভা ভোটের দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এছাড়া বর্ষার কারণে ভোটার তালিকা আপডেটেও বিলম্ব হয়েছে। এছাড়া এই রাজ্যে পিতৃপক্ষ, দেওয়ালি ও গণেশ চতুর্থী সহ বিভিন্ন উৎসব রয়েছে। এইসব কারণেই ভোট স্থগিত রাখতে হল। তবে, বিরোধীদেক প্রশ্ন তুলছে, বর্ষাকালের ভারী বৃষ্টিপাত ও উৎসব-অনুষ্ঠান কি আমাদের দেশে নতুন?