দেশ

এবার থেকে ব্যালটে থাকবে প্রার্থীর রঙিন ছবি, ইভিএমে বড় বদল আনল নির্বাচন কমিশন

চলতি বছর বিহারে বিধানসভা নির্বাচন । আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এবার স্বচ্ছতায় জোর দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে এবার ইভিএম এবং ভিভিপ্যাটে থাকবে প্রার্থীদের রঙিন ছবি। সেই সঙ্গে প্রার্থীদের সিরিয়াল নম্বরও আরও স্পষ্ট করে দেওয়া থাকবে। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ইভিএমে (EVM) থাকবে প্রার্থীদের রঙিন ছবি। প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হরফে। ইভিএম পেপারের মানও হবে আগের থেকে বেশি উন্নত। এতদিন ইভিএম ব্যালটে প্রার্থীদের নাম, ছবি এবং সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। কোনো কোনো ক্ষেত্রে সাদা কালো এবং ছোট ছবি থাকত। তবে সেটা বাধ্যতামূলক নয়। এবার থেকে রঙিন বড় এবং স্পষ্ট ছবি থাকবে। বরাদ্দ জায়গার দুই তৃতীয়াংশ জুড়ে থাকবে ছবিটি। উপরে বাম দিকে প্রার্থীর ছবি থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ থাকবে ব্যালট পেপারের সিরিয়াল নম্বর। নোটা প্রার্থীদেরও ছবি থাকবে। একটি ব্যালট পেপারে ১৫ জনের বেশি প্রার্থীর নাম থাকবে না। বিহারের ভোট থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। দেশের সার্বিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। তা থেকেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।