গোরক্ষপুরে ১৯ বছর বয়সী NEET পরীক্ষার্থী দীপক গুপ্তাকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার এই ঘটনায় জড়িত সন্দেহে একটি গোরু পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালার পিপ্রাইচ পুলিশ এবং কুশিনগর পুলিশ। রহিম নামে অভিযুক্ত একজন গুলিবিদ্ধ হয়। পুলিশ কর্তারা জানিয়েছেন, সে কুশিনগরের দুর্গাপট্টি এলাকার বাসিন্দা। বলরামপুর, বাস্তি এবং আরও কয়েকটি জেলায় গোরু পাচারের একাধিক মামলায় অভিযুক্ত সে। আপাতত তাকে কঠোর নিরাপত্তার মধ্যে এক হাসপাতালে রাখা হয়েছে। আরও এক অভিযুক্ত আজব হুসেনকে ঘটনার দিনই ধরে ফেলেছিলেন গ্রামবাসীরা। তাঁরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ছোটু এবং রাজু নামে আরও দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্ত আরও দু’জন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। সোমবার রাত সাড়ে বারোটার দিকে গোরু পাচারকারীদের তিনটি গাড়ি জঙ্গলধুসর গ্রামে ঢুকেছিল।গোরু চুরি করতে যেতে টের পেয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা। NEET পরীক্ষার্থী দীপক গুপ্তা তাদের ধাওয়া করেছিলেন। পরে চার কিলোমিটার দূরে সরাইয়া গ্রামের কাছে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। এই নিয়ে স্থানীয়দের হিংসাত্মক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠেছিল গোরক্ষপুরের পরিস্থিতি।


