আসন্ন উৎসবের মরশুমে হাওড়া থেকে নিউ দিল্লি রুটে স্পেশাল ট্রেন চালাবে রেল। দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি ও ছট উপলক্ষে বাড়তি যাত্রীর চাপ থাকে। সেই কারণে ট্রেনের টিকিট পেতেই কালঘাম ছুটে যায় জনতার। এই সমস্যা থেকে খানিক স্বস্তি দিতে বিশেষ এই ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ২০ সেপ্টেম্বর, শনিবার থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন যাত্রা চালু থাকবে। প্রতিদিনই চলবে এই ট্রেন। ১৫ সেপ্টেম্বর নিউ দিল্লি থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে স্পেশাল ট্রেনটি ছাড়বে। পরদিন রাত সাড়ে ১১টায় যাত্রী নিয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে। ২২ সেপ্টেম্বর থেকে হাওড়া স্টেশনে রাত দেড়টায় ট্রেনটি যাত্রা শুরু করবে। ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে নিউ দিল্লি স্টেশনে ঢুকবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি ২১টি স্টেশনে থামবে। সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস সহ একাধিক কামরার বিন্যাস থাকবে ট্রেন। ইতিমধ্যে ট্রেনটিতে অনলাইনে টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।


