হরিয়ানার শম্ভু সীমান্তে বাধা পেয়ে ফিরে গেলেন আন্দোলনকারীরা। রবিবার কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন বহু মানুষ। পঞ্জাব থেকে হরিয়ানার দিকে অগ্রসর হচ্ছিলেন আন্দোলনকারীরা। এর পরেই শম্ভু সীমানায় প্রতিরোধের মুখে পড়েন। এই প্রসঙ্গে পঞ্জাবের কৃষক নেতা সারওয়ান সিং পন্ধর জানান, কাঁদানে গ্যাসের জেরে অন্তত ৮ জন আন্দোলনকারী আহত হয়েছেন। একজনকে তার মধ্যে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি আরও বলেন, “আমরা জাঠা কর্মসূচি স্থগিত করেছি”।