জেলা

গ্রামীণ উন্নয়নে রাজ্যেকে ৬৮০ কোটির ৭১ লক্ষ টাকা অনুদান দিল মোদি সরকার

পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নকে আরও মজবুত করতে রাজ্যের পঞ্চায়েতগুলির হাতে বড় আর্থিক সহায়তা তুলে দিল কেন্দ্র সরকার ৷ পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম কিস্তি হিসাবে ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা অনুদান রাজ্যের পঞ্চায়েত দফতরকে দিল মোদি সরকার ৷ ‘সংযুক্ত অনুদান’ খাতের অর্থ কোন কাজে খরচ করা হবে, সে সিদ্ধান্ত পঞ্চায়েতগুলি নিজেরাই নিতে পারে।স্থানীয় চাহিদা বা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই অর্থকে কাজে লাগানোর অধিকার রয়েছে পঞ্চায়েতের। রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, এলইডি বা সৌরবাতি লাগিয়ে রাস্তা আলোকিতকরণ, গ্রামে খেলার মাঠ তৈরি সহ নানা উন্নতিকল্পে এই টাকা খরচ করতে পারবে পঞ্চায়েতগুলো।