ফরাসি পর্যটককে ধর্ষণের অভিযোগ রাজস্থানে। এই ঘটনায় অভিযোগ উঠেছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার এক কর্মীর বিরুদ্ধে। সিদ্ধার্থ নামে ওই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে বলে খবর। জানা গিয়েছে, একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য কয়েকজন ফরাসি পর্যটক উদয়পুরে গিয়েছিলেন। সঙ্গে ছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা। গত রবিবার রাতে ডিনারের পর সিদ্ধার্থ নির্যাতিতাকে শহর ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন। তাতে রাজি হয়ে যান ওই বিদেশি পর্যটক। তবে শহরে ঘোরানোর পরিবর্তে মহিলাকে নিজের ঘরে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ওই ফরাসি পর্যটক এক বছরের ভিসা নিয়ে নিয়ে ভারতে এসেছিলেন। গত নভেম্বর থেকে এদেশে রয়েছেন তিনি। ঘটনার পর পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। যদিও অভিযুক্তকে ধরা যায়নি। হোটেল ও রেস্তরাঁ সংলগ্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিস। ইতিমধ্যে ফরাসি দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে।


