কলকাতা

নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

নিজের প্রধান সচিব পদ থেকে সরিয়ে দেওয়ার পরে এবার আইএএস নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন বাংলার নব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, বুধবার বিকেলে রাজ্যের মুখ্যসচিবকে তলব করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সেই তলব পেয়ে ছোটলাটের দরবারে হাজির হন হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি আনন্দকে জানান, তাঁর ইচ্ছে মেনে নিয়ে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নেওয়া হয়েছে। সে কথা শোনার পরে রাজ্যপালের মুখে খুশির ঝিলিক দেখা যায়। এর পরেই অপসারিত প্রধান সচিবের বিরুদ্ধে সার্ভিস রুল ভাঙার জন্য তদন্ত শুরু করার নির্দেশ দেন আনন্দ। মুখ্যসচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী যেহেতু প্রশাসনিক প্রধান তাই তাঁর নির্দেশ ছাড়া কোনও পদস্থ আমলার বিরুদ্ধে তদন্ত শুরু করা যাবে না। এর পরে মুখ্যমন্ত্রীর কাছে নন্দিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে তদন্ত করার অনুরোধ জানান বিজেপি ঘনিষ্ঠ রাজ্যপাল।