উৎসবের আবহেও বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। বর্ষা বিদায়লগ্নে পৌঁছেও যাওয়ার নাম নিচ্ছে না ৷ ফলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে । উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি ৷ আগামী কয়েকদিন ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ আবহাওয়ার বুলেটিন বলা হয়েছে, সমুদ্রে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা পূর্ব-বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে অবস্থান করছে ৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তটি এখন দেড় কিলোমিটার উঁচুতে রয়েছে ৷ এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে ৷ তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও ৷ উত্তরবঙ্গে আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা ( ৭ থেকে ১১ সেন্টিমিটার) জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৷ আগামিকাল অর্থাৎ শনিবার সেই সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৷ উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়। শনি ও রবিবার বৃষ্টির রয়েছে সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে । আর সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে ৷আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ কয়েক পশলা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আজ কলকাতা ও আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ ডিগ্রি ও ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে ৷


