জেলা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, মিরিকে ভাঙল সেতু, মৃত ১৩

পূর্বাভাস অনুযায়ী প্রবল বর্ষণ উত্তরের জেলায় জেলায়। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত প্রবল বর্ষণ হয়েছে উত্তরের প্রায় সব অংশেই। রবিবার সকালে প্রাপ্ত তথ্য, রাতভর প্রবল বর্ষণে দার্জিলিং একপ্রকার বিপর্যস্ত। ভেঙেছে সেতু, জল উঠেছে রাস্তায়। রাস্তায় ধস। মৃত্যু মিছিল মিরিকে। ধসের কারণে বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং। ভূমিধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। অবস্থা খারাপ রোহিণী রোডেরও।  তথ্য, শিলিগুড়ি থেকে সরাসরি মিরিক, মানেভঞ্জন যেতে হলে পেরোতে হয় যে দুধিয়া ব্রিজ, জলের তোড়ে ভোর তিনটেয় ভেঙে পড়েছে তা। শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। স্বাভাবিকভাবেই পুজোর মরসুমে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মিরিকে ভেঙে পড়েছে লোহার ব্রিজ। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। মিরিকে ৯ জন এবং সুখিয়াপোখরিতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একইসঙ্গে উল্লেখ্য, রাতভর ভারী

বৃষ্টির জেরে প্লাবিত ডুয়ার্সের নাগরাকাটা ও বানারহাট এলাকা। জলে ডুবেছে গোটা এলাকা। প্রায় ৩০০ পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। হাতিনালার জলেও প্লাবিত হয়েছে বানারহাটের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ, পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী নামানো হয়েছে। অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। যদিও ধসের খবর পেয়ে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে বৃষ্টি একাধিক জায়গায় ধস সরানোর কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও খবর। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কের উপরে লম্বা লাইন পড়ে গিয়েছে গাড়ির। যার কারণে, ব্যাপক সমস্যায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।