সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর। ওই বিশেষ অধিবেশনেই দেশের নাম ইংরেজিতে ‘ইন্ডিয়া’ থেকে বদলে হতে চলেছে ‘ভারত’। এমনই প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই সংবাদমাধ্যম সূত্রে খবর। বিষয়টি যে শুধুই জল্পনা নয় তা নিশ্চিত করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ইতিমধ্যেই দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা, শহর, রেল স্টেশনের নাম বদল করেছে কেন্দ্র ও একাধিক রাজ্য সরকার। এবার মোদি সরকারের নজর দেশের নামের দিকে। জয়রাম রমেশ দাবি করেছেন, জি ২০ সম্মেলন উপলক্ষ্যে যে ডিনারের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সেখানে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’-র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অব ভারত’-এর তরফে আমন্ত্রণ করা হয়েছে। অর্থাত্ ইংরেজিতে এখন আমাদের দেশের নাম ‘ইন্ডিয়া’ নয় বরং তা হল ‘ভারত’। এদিকে, দেশের নাম পরিবর্তনের খবর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া-র নাম বদল করে দিচ্ছে আমি শুনলাম। জি ২০-র ডিনারের জন্য মানণীয় রাষ্ট্রপতির নামে যে কার্ড হয়েছে তাতে লেখা রয়েছে ‘ভারত’। আরে ভারত তো আমরা বলি। এতে নতুনত্বের কী আছে? ইংরোজিতে বলি ইন্ডিয়া, ইন্ডিয়ান কনস্টিটিউশন। হিন্দিতে বলে ভারত কা সংবিধান। আমরা তো বলি-ভারত আমর ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু ইন্ডিয়া নামে গোটা বিশ্ব আমাদের চেনে। হঠাৎ এমন কী হল যে দেশের নামটাও বদল হয়ে যাচ্ছে? হয়তো একদিন রবি ঠাকুরের নাম বদল হয়ে যাবে? বিশ্ববিদ্যালয়, বড়বড় ঐতিহাসিক সৌধগুলির নাম চেঞ্জ করে দিচ্ছে। ইতিহাস বদল করে দিচ্ছে।