কলকাতা

স্বাস্থ্য দফতরে চাকরি যাদবপুরে মৃত পড়ুয়ার মাকে

বদলে যাচ্ছে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম। যেদিন থেকে সেই প্রক্রিয়া শুরু হল, সেদিনই স্বাস্থ্য দফতরে চাকরি পেলেন যাদবপুরে মৃত পড়ুয়ার মা। লালবাজারে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিলেন কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েল। এর আগে, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন যাদবপুরে মৃত পড়ুয়ার বাবা-মা। ন্যায় বিচার তো বটেই, বগুলা গ্রামীণ হাসপাতাল ও বগুলার যে হাইস্কুলে ছাত্র ছিল ছেলে, সেই হাইস্কুলের নামও তার নামেই করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এমনকী, মায়ের জন্য রাজ্য সরকারের তরফে একটি চাকরিও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছিল।