নভেম্বরেই নয়াদিল্লি-চিন সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে ইন্ডিগো। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১০ নভেম্বর থেকে নয়াদিল্লি থেকে চিনের গুয়াংঝৌ পর্যন্ত বিমান পরিষেবা শুরু করবে সংস্থাটি। ২০২০ সালের করোনা অতিমারি ও পরবর্তীতে গালওয়ান সংঘাতের প্রভাব পড়েছিল ভারত-চিন উড়ানে। সম্প্রতি সেই অধ্যায় কাটিয়ে ভারত-চিন সম্পর্কে বরফ অনেকটাই গলেছে। চলতি বছর বেজিংয়ের সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। অন্যদিকে, চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। এবার দু’দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু হতে চলেছে। ইতিমধ্যে কলকাতা থেকে চিনের গুয়াংঝৌ পর্যন্ত বিমান পরিষেবা শুরুর কথা ঘোষণা করেছে ইন্ডিগো। ২৬ অক্টোবর থেকে শুরু হবে সেই পরিষেবা। তার মধ্যেই এবার নয়াদিল্লি- চিন সরাসরি বিমান পরিষেবা চালুর কথা ঘোষণা করল ইন্ডিগো।


