চলতি মাসের গোড়াতেই তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। সেই রেশ কাটতে না কাটতেই ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। আজ, শুক্রবার সাত সকালেই কম্পন অনুভূত হয় এই দ্বীপরাষ্ট্রে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। ফিলিপিন্সের পূর্ব উপকূলবর্তী মিনদানাও কম্পনের উৎসস্থল। ভূমিকম্পটি হয়েছে মাটির ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল বরাবর ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, একাধিক বহুতলে ফাটল ধরেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে আফটার শকের জেরে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ইন্দোনেশিয়ার দুটি প্রদেশেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সুনামির জেরে ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস।


