বিবিধ

অল্প জ্বর হলে খাওয়া যাবে না অ্যান্টিবায়োটিক, কড়া নির্দেশিকা আইসিএমআর-এর

অল্প জ্বর হলে এবার আর ব্যবহার করা যাবে না অ্যান্টি বায়োটিক । রবিবার এমনই নির্দেশ দেওয়া হল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চ বা আইসিএমআর-এর তরফে। রবিবার আইসিএমআর-এর তরফে জারি করা একটি নির্দেশিকায় জানানো হয়েছে, অল্প জ্বর আর ভাইরাল ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। চিকিৎসকদের পরামর্শ দেওয়া হচ্ছে, এই ধরনের রোগীদের ওষুধ প্রেসক্রাইব করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা মেনে চলার। নির্দেশিকা অনুষায়ী চিকিৎসকদের জানানো হয়েছে, ত্বক ও সূক্ষ কোষের সংক্রমণের ক্ষেত্রে পাঁচদিনের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে। বাড়িতে থাকা নিউমোনিয়ার রোগীর ক্ষেত্রেও পাঁচদিন। তবে নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা যাবে আটদিন। ভারতের চিকিৎসকদের গুরুতর অসুস্থ থাকা রোগীদের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।