ভারতের বাজারে এল অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজের মোবাইল ৷ অ্যাপল পরিবারের এই নয়া সদস্যকে ঘিরে প্রযুক্তি-প্রেমীদের আগ্রহ ও উত্তেজনা চরমে পৌঁছেছে ৷ নতুন এই সিরিজের দাম শুরু ৮২ হাজার ৯০০ টাকা থেকে ৷ সর্বোচ্চ দাম ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা ৷ উৎসবের মরশুম শুরুর আগে নতুন এই ফোন ঘিরে আগ্রহ যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না ৷ নয়াদিল্লি এবং মুম্বইয়ের সংস্থার স্টোরের বাইরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে ক্রেতাদের ৷ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল গড়িয়ে দুপুর- সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ভিড় ৷ মুম্বইয়ে ক্রেতাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয় ৷ পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ৷ কয়েক’শো গ্রাহক বৃহস্পতিবার রাত থেকেই মুম্বইয়ে সংস্থার ফ্ল্যাগশিপ স্টোরের বাইরে জড়ো হয়েছিলেন ৷ সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই পছন্দের ফোনের গর্বিত মালিক হবেন- এই ছিল অভিলাস ৷ অ্যাপেলের এই নয়া মডেল নিয়ে গত বেশ কয়েকদিন ধরে তুমুল চর্চা শুরু হয়েছে ৷ আর তার ফলে আইফোনের সর্বশেষ সংস্করণ সংগ্রহ করার হুজুগ অনেকটা বেড়েছে, বিশেষ করে তরুণ এবং যুবদের মধ্যে ৷
আইফোন ১৭ সিরিজ: দাম এবং বিশেষ বৈশিষ্ট্য –
এর আগে ৯ সেপ্টেম্বর অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত লাইভ ইভেন্টে এই মোবাইলটির সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে ৷ বলা হয়েছে, এর আগে বাজারে আসা অন্য সমস্ত আইফোনের থেকে এটির ব্যাটারি আকারে কিছুটা বড় ৷ ব্যাক ক্যামেরার ক্ষেত্রেও কয়েকটি পরিবর্তন এসেছে। তিনটি ক্যামেরায় ৪৮ এমপি সেন্সর রয়েছে ৷ ৬..৩ ইঞ্চি উচ্চতার প্রো এবং ৬.৯ ইঞ্চি প্রো ম্যাক্স কেবল তিনটি রঙে পাওয়া যায়: রূপোলি, নীল এবং আকর্ষণীয় কমলা যা আগের প্রো মডেলগুলির তুলনায় অনেক বেশি রঙিন। সমস্ত আইফোন মডেল এখন ২৫৬ জিবি বেস স্টোরেজ দিয়ে শুরু হয়।
আইফোন 17 সিরিজের প্রাথমিক মূল্য:
| Model | Storage | Starting Price (India) |
|---|---|---|
| iPhone 17 | 256GB | Rs 82,900 |
| iPhone 17 Air | 256GB | Rs 1,19,900 |
| iPhone 17 Pro | 256GB | Rs 1,34,900 |
| iPhone 17 Pro Max | 256GB | Rs 1,49,900 |


