বিদেশ

ইরানের সঙ্গে যুদ্ধ বিরতিতে সহমত ইজরায়েল

অবশেষে সংঘাতের অবসান। সংঘর্ষ বিরতিতে সহমত জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ তাঁর দাবি, যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জন হয়ে গিয়েছে ৷ ইরান ও ইজরায়েল সংঘর্ষ বিরতিতে সহমতি জানিয়েছে বলে সোমবার গভীর রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ট্রাম্পের ঘোষণার পরই ইজরায়েলের উপর মঙ্গলবার সকালে হামলা চালায় ইরান ৷ ইজরায়েলের দক্ষিণপ্রান্তে ইরানের মিসাইল হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জন ৷ এর আগে ইজরায়েলের জরুরি বিভাগ এমডিএ-এর তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে লেখা, “দক্ষিণ ইজরায়েলে ইরানের মিসাইল হামলার জেরে ৪ জনের মৃত্যু হয়েছে ৷ আহত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ হামলায় আরও ২০ জনের সামান্য আঘাত লেগেছে ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷” যদিও ঠিক কোথায় হামলাটি হয়েছে, তা বলা হয়নি এমডিএ-এর তরফে ৷ এর আগে সকলকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ ট্রাম্প লেখেন, “যুদ্ধবিরতিতে সহমতি জানিয়েছে ইজরায়েল ও ইরান ৷ আগামী ৬ ঘণ্টার মধ্যে পূর্ণ সংঘর্ষবিরতি শুরু হবে ৷ প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে ইরান ৷ তার ১২ ঘণ্টা পর সেই পথে হাঁটবে ইজরায়েল ৷ আগামী ২৪ ঘন্টা পর দু’দেশের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের শেষ বলে ঘোষণা করা হবে । এক পক্ষের সংঘর্ষ বিরতি চলাকালীন অপরপক্ষকেও শান্তি বজায় রাখতে হবে ।” তিনি আরও লেখেন, “ক্ষমতা, সাহসিকতা ও বুদ্ধিমত্তা সম্পন্ন দুই দেশ ১২ দিনের যুদ্ধ শেষ করতে চলেছে ৷ এই সিদ্ধান্তের জন্য তাঁদের অভিনন্দন জানাচ্ছি ৷ দীর্ঘ কয়েক বছর ধরে এই যুদ্ধ চলতে পারত ৷ ধ্বংস হয়ে যেতে পারত সম্পূর্ণ মধ্যপ্রাচ্য ৷ কিন্তু, সেটি হয়নি ৷ আর হবেও না ৷ ঈশ্বর সকলকে রক্ষা করুন ৷”