বিদেশ

যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান, দাবি ইজরায়েলের, পাল্টা হামলার হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না ৷ ইজরায়েলের দাবি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ৷ ইরানের মিসাইল হানায় বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে ৷ এবার সেই হামলার কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ইজরায়েল ৷ প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্টজ জানিয়েছেন, ইরানের হামলার কড়া জবাব দিতে তিনি সেনা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ৷ তবে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছে ৷ তার আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ইজরায়েলের তরফে দাবি করা হয় ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ৷ তাতে কয়েকজনের মৃত্যুও হয়েছে ৷ দেশের দক্ষিণ প্রান্তে হওয়া এই হামলায় প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর কথা জানা যায় ৷ পরে সেই সংখ্যা বেড়ে হয় সাত ৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় সোমবার গভীর রাতে ঘোষণা করেন ইরান এবং ইজরায়েল যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হবে ৷ সংঘর্ষ বিরতিতে সহমত জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ৷ তিনি দাবি করেন, যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জন হয়ে গিয়েছে ৷ কিন্তু তাঁর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সংঘর্ষ বিরতির অভিযোগ তুলল ইজরায়েল ৷ ইরান এবং ইজরায়েলের সংঘাত কোনও নতুন বিষয় নয় ৷ সম্প্রতি সেই সংঘাত চূড়ান্ত আকার নেয় ৷ ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় বলে দাবি করে 13 জুন থেকে হামলা শুরু করে ইজরায়েল ৷ প্রথম থেকেই এই যুদ্ধে আমেরিকার ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছিল ৷ ঐতিহাসিকভাবে আমেরিকাও চায় না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকক ৷ সেই ভাবনা থেকে ইজরায়েল আর আমেরিকার অবস্থান একই বিন্দুতে ৷ এবারও আমেরিকা জানায় পরমানু-পরিকল্পনা বাতিল করতেই হবে ইরানকে ৷ তবে আমেরিকা যুদ্ধের অংশ হবে কিনা তা সপ্তাহ দুয়েকের মধ্য়ে ঠিক হবে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এই ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে ইরানের তিনটি পারমণবিক কেন্দ্রে আঘাত হানে আমেরিকা ৷ সোমবার জবাব দেয় ইরান ৷ কাতারে মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান ৷ এরপরই পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আনে ট্রাম্পের পোস্ট ৷