বিজ্ঞান-প্রযুক্তি

আদিত্য-এল ১-র সফল উৎক্ষেপণ, সূর্যের উদ্দেশে পাড়ি দিল ইসরোর মহাকাশযান

চাঁদে সফল অবতরণের পর এবার সূর্যে চলল ইসরোর যান। আজ, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল ১-র সফল উতক্ষেপণ হয়ে গেল। চাঁদের পর এবার সূর্য নিয়ে তথ্য সংগ্রহ করতে আদিত্য এল ১-কে পাঠাল ইসরো। চাঁদে নামার ১০ দিনের মধ্যে ভারতের সূর্যজয়ের অভিযান শুরু হয়ে গেল। ‘আদিত্য-এল ১’ মহাকাশযান হ্য়ালো কক্ষপথের এল ১ পয়েন্টে স্থাপন করা হবে। এই সূর্যজয়ের যাত্রায় ইসরোর খরচ মাত্র ৪০০ কোটি টাকা। আজ পাড়ি দেওয়ার ১২৭ দিন পর ল্যাগারেজ পয়েন্ট ১-এ পৌঁছনোর কথা ইসরোর আদিত্যর। সূর্যের দিকে পাঠানো প্রথম মহাকাশযান ‘আদিত্য-এল ১’-র সফল উতক্ষেপণ হয়ে গেল। চাঁদের পর এবার ভারতের লক্ষ্য সূর্য। সূর্যের উদ্দেশ্যে উড়ে যাবে ইসরোর আদিত্য-এল ১।