চাকরিহারাদের সঙ্গে সোমবার রাজ্যের শিক্ষাসচিব বিনোদ কুমার এবং বিকাশ ভবনের শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় ৷ যদিও সেই বৈঠকের পরেও মিলল না সমাধান । প্রায় আড়াই ঘণ্টা এদিন দুই পক্ষের বৈঠক চলে । কিন্তু সেই বৈঠক থেকেও উঠে এল না কোনও যথাযথ উত্তর । এতক্ষণ ধরে বৈঠক হল, তার পরও কেন সমাধান সূত্র বেরিয়ে এল না ? এর কারণ হিসাবে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক হাবিবুল্লা বলেন, ‘‘আমরা প্রথমেই আশাহত । কারণ, আমাদের প্রশ্নের উত্তর একমাত্র রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দিতে পারেন ।’’ তিনি আরও বলেন, ‘‘শিক্ষাসচিব যেটুকু জানতেন, তার উত্তর দিয়েছেন । তাই আমরা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চাই ।” তাই এবার আন্দোলন দিল্লীমুখী করার পরিকল্পনা করছে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ । সোমবার বিকাশ ভবনে বৈঠকে অংশ নিয়েছিল ‘যোগ্য’ শিক্ষক অধিকার মঞ্চের ছ’জন প্রতিনিধি । সেখানে উপস্থিত ছিলেন চিন্ময় মণ্ডল, রাকেশ আলম, অমিতরঞ্জন ভুঁইয়া, বৃন্দাবন ঘোষ, অপরাজিতা পান্ডা ও মহম্মদ হাবিবুল্লা । এরপর তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করেন । সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃন্দাবন ঘোষ বলেন, “একমাস হতে চলল এখনও পর্যন্ত রিভিউ গ্রহণ করা হয়নি । সেখানে আমরা সরকারের তৎপরতা দেখতে পাচ্ছি না । আমরা বলেছি অতি দ্রুত যেন রিভিউটা গ্রহণ করা হয় । একবার এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে গ্রহণ করার বিষয়টা আর থাকবে না ।” যদিও এদিনের বৈঠক প্রসঙ্গে সরকারের তরফে কেউ কথা বলেননি । এদিকে এবার আন্দোলনকে দিল্লিমুখী করার পরিকল্পনা করছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা । হাবিবুল্লা বলেন, “আমরা মনে করি, আমাদের এই চাকরি চলে যাওয়ার পিছনে আমাদের শিক্ষা দফতরের আধিকারিকরা যেভাবে দায়ী, সেই ভাবে কোর্ট আমাদের ন্যায়বিচার দিতে পারেনি । বরঞ্চ যেটা হয়েছে সেটা ভারতবর্ষের কাছে অত্যন্ত কলঙ্কিত একটি বিষয় । তাই পরবর্তী আন্দোলনের অভিমুখ দিল্লিমুখী হতে চলেছে ।” যদিও কীভাবে সেই আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে, তা পরবর্তী সময় জানানো হবে বলেই জানান তাঁরা ।
