দেশ

আজ ইডি দফতরে হাজিরা দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আজ ইডির দপ্তরে হাজিরা দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১ টায় তাঁকে হাজির হতে বলা হয়, দিল্লির ইডি দফতরে। সূত্রের খবর, হাজিরা দেবেন না কেজরিওয়াল। পাশাপাশি ইডিকে চিঠি লিখে সমন ফেরাতে বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডিকে পাঠানো চিঠিতে আপ সুপ্রিমো লিখেছেন, ইডির এই নোটিস রাজনৈতিক বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে যেন এই নোটিস ফিরিয়ে নেওয়া হয়। মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে একটি রোড শোয় অংশ নেবেন তিনি। এদিকে সকাল সকাল ইডি-র অ্যাকশন শুরু হয়ে গিয়েছে রাজধানীতে। কেজরিওয়াল সরকারের মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়ি সহ ১০ টি জায়গায় আজ সকালেই অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা। আম আদমি পার্টির বিধায়ক ও দিল্লি সরকারের মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে এদিন খুব ভোরে হানা দেয় ইডি। জানা যাচ্ছে আর্থিক তছরুপ মামলার তদন্তে ইডি রাজকুমার আনন্দের বাড়িতে পৌঁছে তল্লাশি শুরু করেছে ইডি। শুধু তাই নয়, রাজকুমার আনন্দের সঙ্গে সম্পর্কিত প্রায় ১০টি জায়গায় সকাল থেকেই ইডির অভিযান চলছে। আপের আশঙ্কা, আজই গ্রেফতার করা হতে পারে অরবিন্দ কেজরীবালকে। বিরোধীদের কণ্ঠরোধের জন্য কেন্দ্রের শাসক দল বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ।