দেশ

আরও এক হেভিওয়েট আপ মন্ত্রীর বাড়িতে ইডি হানা

দিল্লির আরও এক মন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সকালে আম আদমি পার্টির নেতা তথা দিল্লি সরকারে ক্যাবিনেট মন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে ইডি হানা দিয়েছে বলে খবর। এছাড়াও এই মামলায় দিল্লির ৯টি জায়গায় ইডি তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। কাস্টমস দুর্নীতি ও তার সঙ্গে জড়িত হাওলা সংক্রান্ত মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে।  অন্যদিকে আজই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে ইডি। আজই তিনি দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেবেন বলে খবর।