আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করল কলকাতা পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজার৷ ধৃতের নাম মহম্মদ আফতাব। কলকাতা পুলিশ সূত্রের খবর, তিনি দক্ষিণ কলকাতার তিলজলার বাসিন্দা। আফতাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি কলকাতার তিলজলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের টাকা আত্মসাৎ করতেন৷ প্রথমে অভিযোগ দায়ের হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI)-এর কাছে৷ এফবিআই যোগাযোগ করে কলকাতা পুলিশের সঙ্গে৷ তার পর তদন্তে নামে লালবাজার৷ সেই তদন্তেই আফতাব ধরা পড়ে পুলিশের জালে৷ কলকাতা পুলিশ সূত্রে খবর, মহম্মদ আফতাব ও তাঁর সহযোগীরা ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস’-এর নামে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ করতেন। প্রথমে তাঁরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার ও মোবাইল ডিভাইসে রিমোট অ্যাকসেস করতেন৷ এরপর সেই সুযোগে ভুয়ো সফটওয়্যার ইনস্টল করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার কাজ করতেন তাঁরা। সূত্রের খবর, এভাবে বহু লোকের সঙ্গে প্রতারণা করেন মহম্মদ আফতাব ও তাঁর সহযোগীরা৷ যাঁরা প্রতারণার শিকার হয়েছিলেন, তাঁরা প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগ জানান৷ এভাবে সেখানে একাধিক অভিযোগ জমা পড়ে৷ সেখানে তদন্ত শুরু হয়৷ এর সঙ্গে কলকাতার যোগ মেলায় এফবিআই-এর তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়৷ তার পর তদন্তে জড়িয়ে পড়েন কলকাতা পুলিশের আধিকারিকরাও৷


