বিদেশ

সাংবাদিক বৈঠক চলাকালীন হোয়াইট হাউসের বাইরে চলল গুলি

মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিক বৈঠকের সময় হোয়াইট হাউসের বাইরে সন্দেহভাজন দুষ্কৃতীর আনাগোনা। সন্দেহের বশে এক ‘সশস্ত্র’ দুষ্কৃতীকে গুলি করলেন ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা। হোয়াইট হাউসের বাইরের এই কাণ্ডকারখানার জন্য সোমবার বেশ কিছুক্ষণ সাংবাদিক বৈঠক বন্ধ রাখতে হল মার্কিন প্রেসিডেন্টকে। তড়িঘড়ি হোয়াইট হাউজের ব্রিফিং রুম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিদেডন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার স্থানীয় সময় সোমবার দুপুরে। তবে মিনিট খানেকের মধ্যেই ব্রিফিং রুমে ফরে আসেন ট্রাম্প। জানান, বাইরে গুলি চলেছে। আততায়ীকে নিরস্ত করতে গুলি চালিয়েছে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও। এতেই জখম হয়েছে আততায়ী । তবে ঠিক কী উদ্দেশ্যে সে গুলি চালাল তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। আততায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা বিষয়টিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানান । ট্রাম্প বলেন, নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানাচ্ছি । তাঁরা দ্রুত পদক্ষেপ করেছেন।

https://twitter.com/i/status/1292951170902822917