কলকাতা

দোল এবং হোলিতে কমছে মেট্রোর সংখ্যা

আগামী মঙ্গলবার ও বুধবার রঙের উ‍ৎসব। আর ওই রঙের উ‍ৎসবের দিনগুলিতে কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে ট্রেন অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাতেও কাটছাঁট করা হয়েছে। শুক্রবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৭ মার্চ মঙ্গলবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে দিনভর আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ৬০টি ট্রেন চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর আড়াইটেয় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও ওই একই সময় ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনও সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে আড়াইটের সময় ছাড়বে। শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। দোলের পরের দিন বুধবার হোলি। ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ২৮৮টির বদলে ৯৪ করে আপ-ডাউন মিলিয়ে মোট ১৮৮টি ট্রেন চালানো হবে। তবে পূর্ব নির্ধারিত সময়সূচি মেনে চলবে। দোল ও হোলির জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেনের সময়সূচিতে বদল করা হয়েছে। মঙ্গলবার ১০৬টির বদলে আপ-ডাউন মিলিয়ে ২২টি ট্রেন চলবে। প্রথম ট্রেন ছাড়বে বেলা তিনটেয়। পাশাপাশি, ওই সময় থেকে রাত ৮টা ২০ পর্যন্ত দু’টি ট্রেনের মধ্যে আধ ঘণ্টার ব্যবধান রাখা হয়েছে। ওই দিন শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায়। বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ৯০টি ট্রেন চলবে। ওই দিন প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। বুধবার অবশ্য স্বাভাবিক পরিষেবা মিলবে।