জেলা

কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে সরব মুখ্যমন্ত্রী 

কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রসাসনিক সভা থেকে কেন্দ্র সরকারকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মোদি সরকারকে বিঁধে এদিন তিনি বলেন, ‘ট্যাক্স তুলে নিয়ে যাওয়া হচ্ছে আবার রেডও করা হচ্ছে।’ রাজ্যে একাধিকবার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। কেন্দ্র সরকার রাজনৈতিকভাবে পেরে না উঠে সরকারি এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল নেতাদের হেনস্থা করছে বলে আগেই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাংলা থেকে কেন্দ্র সরকার জিএসটি বাবদ ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, এদিকে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না। আবার রেডও করছে। রাজ্যের প্রশাসনিক প্রধান কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘রাজ্যের ট্যাক্সের ৬০ শতাংশ টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।‘ মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘এবার তো নকুলদানা কিনতেও ট্যাক্স লাগবে।’ তিনি জানান, ‘১১ লক্ষ আবাস যোজনার বাড়ি করিয়েছি, সেই টাকাও দেয়নি।’ শুধু তাই নয় নদী ভাঙনের টাকাও কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া একশো দিনের কাজের টাকা নিয়ে সরব হন। কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। ওবিসি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিলেও ছাত্রছাত্রীদেরকে আমরা টাকা দেব।