১১ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। বাংলার জন্য লগ্নি টানতে মুখ্যমন্ত্রীর দুবাই এবং স্পেন সফর। বুধবার সকালে স্পেনের রাজধানী মাদ্রিদ যাওয়ার জন্য দুবাই বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়ে গেল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। মমতা সে কথা ফেসবুকে পোস্ট করলেন। তাঁর এক্স হ্যান্ডেলেও দুজনের ছবি পোস্ট করেছেন। বিমানবন্দরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। বিক্রমসিঙ্ঘে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান, তিনি বিরোধী জোটের নেতৃত্ব দেবেন কি না? উত্তরে ‘ওহ্ মাই গড’ বলে হাসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলায় আসার আমন্ত্রণও জানান মমতা বন্দ্যোপাধ্যায় । পাল্টা বিক্রমসিঙ্ঘে তাঁকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ জানান।