ঘূর্ণিঝড় ড্যানিয়েলের দাপটে তছনছ লিবিয়া। উত্তর আফ্রিকার এই দেশের উপকূল শহর ডেরনাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাধিক বহুতল। এখনও পর্যন্ত ৫০০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১০ হাজার মানুষ। ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টির জেরে কার্যত মৃত্যুপুরী লিবিয়া। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।