দেশ বিবিধ

দিল্লিতে ফেস মাস্ক বাধ্যতামূলক, না পরলে ৫০০ টাকা জরিমানা

ফের বাড়ছে করোনা। রাজধানী দিল্লিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করল প্রশাসন। গত ২৪ ঘণ্টায় রাজধানীরে ২১০০-রও বেশি মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে বেড়েছে পজিটিভিটি রেটও। সেই কারণেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা গিয়েছে।   দক্ষিণ দিল্লির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অফিসের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, রাস্তায় বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে। তবে ব্যক্তিগত চারচাকা গাড়িতে কেউ সফর করলে, তিনি মাস্ক না পরলেও চলবে। কোভিডের পাশাপাশি রাজধানী আতঙ্ক রয়েছে মাঙ্কিপস্ক নিয়েও। দিল্লি হাসপাতালে বেশ কয়েকজন মাঙ্কিপস্ক রোগী ভর্তি রয়েছেন।  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৪.৫৮ শতাংশ। অ্যাকটিভ কেস। ১ লক্ষ ২৫ হাজার ৭। বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক।কেরল, তামিলনাড়ু, কর্নাটক নিয়ে উদ্বেগ বাড়ছে। দিল্লি এবং মুম্বই নিয়েও নতুন করে চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক।