কলকাতা

সাতসকালে আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে আগুন

শুক্রবার সকালে আমহার্স্ট স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, এ দিন সকালে আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেস বিল্ডিংয়ে আগুন লাগে। স্থানীয়রাই প্রথমে ওই বিল্ডিং থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। সাকশন মেশিন চালিয়ে ধোঁয়া বের করা হচ্ছে। তবে দমকলকর্মীরা এখনও পর্যন্ত আগুনের উৎসস্থলে অবধি পৌঁছতে পারেনি। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।