কলকাতা

ধর্মঘট উপেক্ষা করে হাজিরা ৯০ শতাংশের বেশি সরকারি কর্মীর

সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট উপেক্ষা করে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার সরকারি অফিসে কর্মীদের হাজিরার ছবি অন্যান্য স্বাভাবিক দিনের মতো। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাজিরার রিপোর্ট অনুযায়ী উত্তর দিনাজপুর ও হুগলি জেলার সরকারি অফিসে কাজে যোগ দিয়েছেন ৯৯ শতাংশ কর্মী। উত্তর ২৪ পরগনা জেলায় হাজিরা ৯০ শতাংশ এবং মালদা জেলায় সরকারি অফিসে ৯৭ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন। রাজ্য প্রশাসনের তরফে শুক্রবার দুপুরে হাজিরা সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে, এদিন ধর্মঘট উপেক্ষা করে রাজ্যের চার জেলায় সরকারি কর্মীদের হাজিরা ছিল অন্যান্য দিনের মতো। দুপুর ১২টা পর্যন্ত উত্তর দিনাজপুর ও হুগলি জেলার সরকারি অফিসে কাজে যোগ দিয়েছেন ৯৯ শতাংশ কর্মী। উত্তর ২৪ পরগনা জেলায় সরকারি অফিসে হাজিরা ৯০ শতাংশ এবং মালদা জেলায় সরকারি অফিসে ৯৭ শতাংশ কর্মী কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি দার্জিলিং জেলায় সরকারি কর্মীদের হাজিরার হার ৮৮ শতাংশ এবং নদিয়া জেলায় কর্মীদের উপস্থিতির হার ৮৫ শতাংশ বলে জানা গিয়েছে। পাশাপাশি বারাকপুর প্রশাসনিক ভবনেও হাজিরা ৯৯ শতাংশ বলে জানা গিয়েছে। কেএমডিএ, পূর্ত ভবনে কর্মচারিদের হাজিরা প্রায় ১০০%। নগরোন্নয়ন দফতরে ৯০ শতাংশের বেশি কর্মী কাজে যোগ দিয়েছেন শুক্রবার।