কোচবিহারে বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ থাকা এক গৃহবধূ ও তাঁর শিশুকন্যার মৃতদেহ। মৃত ওই গৃহবধূর নাম বিনা রায় বয়স ২৪ বছর এবং তাঁর শিশুকন্যার নাম ঋত্বিকা রায় বয়স আড়াই বছর। হলদিবাড়ি ব্লকের পাড় মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৭৪ নং নিস্তরফের মশলাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। আচমকাই ওই মহিলার এভাবে মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গিয়েছে, ”বৃহস্পতিবার সকালে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। আর তারপর থেকেই সেই গৃহবধূ তাঁর ছোটো শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজ করার পরেও কোনও সন্ধান মেলেনি তাঁদের দুজনের। এরপর এদিন গৃহবধূর বাড়ির কিছুটা দূরে থাকা পুকুরে ভেসে ওঠে ওই মহিলা এবং তাঁর শিশুকন্যার মৃতদেহ। পারিবারিক বিবাদের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।”