জেলা

প্রেমিকাকে খুন করলেন সেনা আধিকারিক

প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল সেনা আধিকারিকের বিরুদ্ধে। ধৃত সেনা আধিকারিকের নাম লেফটেন্যান্ট কর্নেল রমেন্দু উপাধ্যায়। জানা গেছে বিবাহিত সেনা আধিকারিকের প্রেমিকা নেপালি তরুণী বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। সেই কারণেই এই খুন। প্রসঙ্গত, শিলিগুড়িতে একটি বারে ডান্সারের কাজ করতেন নেপালি তরুণী স্নেহা শর্মা (‌৩০)‌। ওই বারেই স্নেহার সঙ্গে আলাপ রমেন্দুর। এরপর দু’‌জনে প্রেমের সম্পর্কে জড়ান। দু’‌জনের প্রেমের সম্পর্ক প্রায় তিন বছরের। এরপর দেহরাদুনে পোস্টিং হয় রমেন্দুর। তিনি স্নেহাকে নিয়ে দেহরাদুন চলে আসেন। একটি ফ্ল্যাট ভাড়া করে সেখানে রাখতেন প্রেমিকাকে। এরপর থেকেই রমেন্দুকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন স্নেহা। পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাজপুর রোডে একটি রেস্তরাঁয় প্রেমিকার সঙ্গে মদ্যপান করেন রমেন্দু। তারপর প্রেমিকাকে সঙ্গে নিয়ে ‘লং ড্রাইভে’ যান অভিযুক্ত। একটি নির্জন এলাকায় ভারী বস্তু দিয়ে প্রেমিকার মাথায় আঘাত করেন তিনি। মৃত্যু নিশ্চিত হওয়ার পর প্রেমিকার দেহ রাস্তার ধারে ফেলে চম্পট দেন অভিযুক্ত। সোমবার তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রমেন্দুকে পন্ডিতওয়াড়ি প্রেম নগর এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জেরায় অভিযুক্ত জানিয়েছেন, বিয়ের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। সেই কারণেই প্রেমিকাকে খুন করেন সেনা আধিকারিক।