দেশ

হাথরাস কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিলও বাধা, আটক ৬০ বিক্ষোভকারী

উত্তরপ্রদেশঃ হাথরাসে ১৯ বছরের দলিত তরুণীর মৃত্যুকে ঘিরে গর্জে উঠেছে দেশ। ধর্ষণের প্রতিবাদ জানাতে বহু সাধারণ মানুষ মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন। হাথরস ঘটনায় গর্জে ওঠা মানুষগুলিকে চুপ করিয়ে রাখতে কড়া হাতে পদক্ষেপ নিয়েছে নয়ডা পুলিশ।  প্রতিবাদ মিছিলে পা মেলাতে গিয়ে ৬০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই এই ইস্যুতে রোজা জালাপুর ও সাদুল্লাপুর গ্রামের স্থানীয় সমাজবাদী পার্টির সমর্থকরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ চারমূর্তি থেকে একমূর্তি পর্যন্ত সেই মিছিল যাওয়ার কথা ছিল। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে চারমূর্তির দিকে মোমবাতি মিছিল করছিল ৫০-৬০ জন।