দেশ

দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোম রাখার হুমকি! নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলারের দাবি

দিল্লির ৪০ টিরও বেশি স্কুলে বোমাতঙ্ক ৷ মেইল করে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে বলে খবর ৷ একই সঙ্গে ৩০ হাজার মার্কিন ডলারও দাবি করে বোমার হুমকি দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ সোমবার জানিয়েছে। মেইলে লেখা হয়েছে, “আমি বিল্ডিংয়ের ভিতরে একাধিক বোমা পুঁতে রেখেছিলাম। বোমাগুলি ছোট তাই খুব ভালভাবে লোকানো হয়েছে। এটি ভবনের খুব বেশি ক্ষতি না করলেও, বোমাগুলির বিস্ফোরণে অনেক মানুষই আহত হবেন ৷ যদি আমাকে ৩০ হাজার মার্কিন ডলার না দেওয়া হয় তাহলে আপনারা সকলেই ক্ষতিগ্রস্থ হবেন ৷” এই মেইলটি ৮ ডিসেম্বর রাত ১১টা ৩৮ মিনিট নাগাদ পাঠানো হয়েছিল বলে খবর। আরকে পুরমের দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস) এবং জিডি গোয়েঙ্কায় হুমকি মেইল করা হয়েছিল ৷ দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, ডিপিএস আরকে পুরমে সকাল 7টা এবং জিডি গোয়েঙ্কায় সকাল 6টা নাগাদ বোমার হুমকির ফোন আসে। ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং স্থানীয় পুলিশ-সহ দমকল কর্মীরাও স্কুলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে এখনও পর্যন্ত, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। তবে তল্লাশি চলছে। মাদার মেরি স্কুল, ব্রিটিশ স্কুল, সালওয়ান পাবলিক স্কুল এবং কেমব্রিজ স্কুল-সহ অন্যান্য স্কুলগুলিও মেইলের মাধ্যমে বোমার হুমকি পেয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।