মধ্য কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ হচ্ছে ৭ জানুয়ারি থেকে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হবে পার্কস্ট্রিট ফ্লাইওভার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সব ঠিক থাকলে ১১ জানুয়ারি মঙ্গলবার ফের খুলে দেওয়া হবে এই উড়ালপুল। ট্রাফিক সূত্রে খবর, এই কদিন দক্ষিণ ও উত্তরমুখী গাড়ি অর্থাৎ বিড়লা প্ল্যানেটেরিয়াম এবং এসপ্ল্যানেড অভিমুখের গাড়ি জওহরলাল নেহেরু রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশ এবং এইচআরবিসি-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে ব্রিজ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। ব্রিজের ভারক্ষমতা খতিয়ে দেখবে এইচআরবিসি।