কলকাতা

বিজেপি সাংসদ-বিধায়কের উপর আক্রমণের ঘটনায় NIA ও CBI তদন্তের দাবিতে হাইকোর্টে ২টি জনস্বার্থ মামলা দায়ের

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে বিজেপি নেতাদের উপরে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷ ২টি পৃথক মামলায় এনআইএ ও সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে । একটি মামলা দায়ের করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস ৷ দায়ের হয়েছে আরও একটি মামলা ৷ এদিকে, বৃহস্পতিবার এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৪ ৷ এদিন বিচারপতি কৌশিক চন্দ মামলা গ্রহণ করেছেন ৷ আগামী ১৪ অক্টোবর শুনানি হবে কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চে ৷ উত্তরবঙ্গের নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে স্থানীয় লোকের ক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ ৷ আবেদনকারীরা এদিন আদালতে দাবি করেছেন – ঘটনার তদন্ত করুক এনআইএ ৷ এসসি-এসটি আইন অনুযায়ী এই ঘটনার তদন্ত করা হোক ৷ এসসি-এসটি আইনে বলা হয়েছে কোনও সাধারণ পুলিশ অফিসার ওই আইন অনুযায়ী তদন্ত করতে পারে না ৷ আর তাই সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হোক।