ভাইরাল রাজনীতি

যোগীরাজ্যে দলীয় কার্যালয়ের সিঁড়িতে একা পেয়েই নেত্রীকে জাপটে ধরলেন বিজেপি নেতা! ভাইরাল ভিডিও

একা পেয়েই মহিলা কর্মীকে জাপটে ধরলেন বিজেপি নেতা! দিনকয়েক আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপের এমন এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই কাণ্ডের জেরে অমরকে নোটিস ধরাল বিজেপি নেতৃত্ব। সাতদিনের মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত অমর উত্তরপ্রদেশের গোণ্ডা শহরের বিজেপি ইউনিটের প্রধান। গত ১২ মে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্টি অফিসে দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে পার্টি অফিসের সিঁড়ি দিয়ে উঠছেন ওই মহিলা। সেই সময়ে পিছন থেকে এসে মহিলার কাঁধ জড়িয়ে ধরেন অমর। সেই অবস্থায় কয়েকটি সিঁড়ি ওঠেন দু’জনে। তারপরে একে অপরকে জড়িয়ে ধরেন। খানিকক্ষণ পরে আবার একসঙ্গে সিঁড়ি দিয়ে উঠে যান দু’জনে। দলীয় কার্যালয়ের এই ভিডিও ভাইরাল হয়ে যেতেই বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানান গেরুয়া শিবিরের আরেক কর্মী। গোটা ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করে ওই কর্মী অভিযোগ জানান। তারপরেই নোটিস ধরানো হয়েছে অমরকে। সেখানে বলা হয়েছে, অমরের এহেন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি শৃঙ্খলা ভেঙেছেন। কেন এমন আচরণ করেছেন, সাতদিনের মধ্যে সেই প্রশ্নের জবাব দিতে হবে অমরকে। যদিও বিজেপি নেতার দাবি, তাঁকে বিপদে ফেলার জন্য ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওই মহিলা কর্মী অসুস্থ বোধ করছিলেন। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে মাথা ঘুরছিল। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে দাবি অমরের।